একজিমা একটি পরিচিত চর্মরোগ যা যে কারোরই শরীরের যে কোন অংশে হতে পারে। তবে সাধারণত শরীরের যেসব স্থান শুষ্ক ও সংবেদনশীল সেখানেই একজিমা বেশি হতে দেখা যায়। এর ফলে আক্রান্ত স্থান প্রথমে একটু লালচে হয়ে যায়, সেখানে চুলকানী হয়, পরবর্তী পর্যায়ে দেখা দেয় ছোট ছোট গোটা যা ফুসকুড়ির আকার ধারণ করে।
একজিমা হলে গোসলে বেশি গরম পানি ব্যবহার করবেন না, বেশি বেশি সাবান বা শ্যাম্পুও নয়। গোসলের পর অতিরিক্ত ঘষাঘষি করে না শুকিয়ে তোয়ালে বা নরম কাপড় দিয়ে পানি সরিয়ে নিন ও আর্দ্র অবস্থাতেই ময়েশ্চারাইজিং লোশন বা তেল মেখে নিন। ভাল ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে যা দীর্ঘক্ষণ ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
এছাড়া চুলকানি কমানোর জন্য অ্যান্টি-হিস্টামিন খেতে পারেন। সমস্যা আরও বেশি প্রকট হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।