ঠোঁট ফাটা রোধে করনীয়

ঠোঁট ফাটা নারী পুরুষ সকলের একটি সাধারণ সমস্যা। ঠোঁটের আদ্রতা কমে গেলে সাধারণত ঠোঁট ফেটে যায়। তাই ঠোঁটসহ পুরো শরীরকে ভালোভাবে ময়েশ্চারাইজ রাখতে বেশী বেশী পানি পান করতে হবে।

ঠোঁটে নিয়মিত ভালো মানের হাইড্রেটিং লিপবাম ব্যবহার করতে হবে।মোম, শিয়া মাখন বা নারকেল তেলের মতো উপাদান আছে এমন লিপবাম বেছে নেবেন।  এছাড়া মধু এবং চিনির মিশ্রণ ব্যবহার করে একটি স্ক্রাব তৈরি  করে নিন। ঠোঁটে স্ক্রাবটি আলতোভাবে ঘষে ভালোভাবে ধুয়ে ফেলুন।

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping