কেমন ফেসওয়াশ ব্যবহার করবেন

যে ফেসওয়াশই বেছে নিন সেটা আপনার ত্বকের উপযোগী কিনা নিশ্চিত হয়ে নিতে হবে কেননা ভুল উপাদান প্রয়োগে হতে পারে হিতে বিপরীত।

স্বাভাবিক ত্বকের জন্য স্যালিসাইলিক অ্যাসিড, রেটিনল, ভিটামিন সি এবং রাসায়নিক এক্সফোলিয়েন্ট–সমৃদ্ধ ফেসওয়াশ বেছে নিন।শুষ্ক ত্বকের জন্য চাই ভিটামিন ই, ল্যাকটিক অ্যাসিড, হায়ালুরনিক অ্যাসিড, সেরামাইড, ল্যানোলিন ও প্রাকৃতিক তেলসমৃদ্ধ ফেসওয়াশ।

তৈলাক্ত ত্বকের জন্য মৃদু, জেলভিত্তিক বা ক্লে ফেসওয়াশ ভালো, যাতে স্যালিসাইলিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিডের আধিক্য রয়েছে। সংবেদনশীল ও মিশ্র ত্বকের ক্ষেত্রে এমন ফেসওয়াশ বেছে নিন যা হাইপোঅ্যালারজেনিক ও কৃত্রিম ঘ্রাণবিহীন, যাতে সালফেট, অ্যালকোহল, প্যারাবেন ও সাবান নেই।

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping