ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্যে নানা ধরনের উপাদানে উপরেই আমরা ভরসা করি। এমনই এক উপাদান হল কজিক অ্যাসিড। এটির ব্যবহারে বয়সের ছাপ কমে ও উজ্জ্বলতা বাড়ে। ঠিক এই কারণেই নানা স্কিনকেয়ার প্রোডাক্টে ব্যবহার করা হয় কজিক অ্যাসিড।
কজিক অ্যাসিড একটা রাসায়নিক যৌগ। এটি ত্বকের কালচে রং সৃষ্টিকারী উপাদান মেলানিনের উৎপাদন কমায়। ফলে গাঢ় দাগ, বয়সের ছাপ এবং ‘হাইপার পিগ্মেন্টেইশন’য়ের অন্যান্য লক্ষণ কমাতে সহায়তা করে। এছাড়া কজিক অ্যাসিড ত্বকের নানা সমস্যা যেমন- মেস্তা, রোদে পোড়াভাব ও ব্রণের দাগ কমাতে কাজে লাগে।
কয়েকটি গবেষণায় দেখা গেছে যে, কজিক অ্যাসিডে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বককে ফ্রি রেডিকেলের কারণে হওয়া ক্ষয় থেকে সুরক্ষিত রাখে।