সোরিয়াসিস ত্বকের একটি দীর্ঘমেয়াদি রোগ। এর ফলে ত্বকের বিভিন্ন স্থানে খসখসে, লাল বা সাদাটে হয়ে ফেটে যায়। ত্বক মাছের আঁশের মতো খসখসে হয়ে পড়ে। এই রোগ মাথায় হলে মাথার চামড়া মোটা হয়ে যায় যেটাকে ড্যানড্রাফ অথবা খুশকি ভেবে অনেকে ভূল করেন। মাথায় সোরিয়াসিস হলে স্যালিসিলিক অ্যাসিডযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। এতে দারুন উপকার পাওয়া যায়। আর ত্বকের জন্য ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলির মতো ভারী কোনও ক্রিম লাগান। এতে জায়গাটা নরম থাকবে, শুকনো হবে না।