সমুদ্রপাড়ে ত্বকের যত্ন

সমুদ্রের নীল জলরাশি মনে প্রশান্তি আনলেও সূর্যের অতিবেগুনী রশ্মি, লবনাক্ত পানি আর বালু হতে পারে ত্বকের ক্ষতির কারণ। তাই সমুদ্রে বেড়াতে যাওয়ার এবং পানিতে নামার আগে-পরে নিতে হবে ত্বকের বাড়তি যত্ন।

সমুদ্রে যাওয়ার আগে ত্বকের পানি ধরে রাখতে হায়ালুরোনিক অ্যাসিড–সমৃদ্ধ ময়েশ্চারাইজার হতে পারে দারুন উপকারী।  অবশ্যই মুখ, হাত, পা ও পুরো শরীরে সানস্ক্রিন এবং ঠোঁটেও এসপিএফ ১৫–সমৃদ্ধ লিপ বাম ব্যবহার করতে হবে।

সমুদ্র থেকে ফিরে ক্লিনজার দিয়ে ভালভাবে ত্বক পরিষ্কার করে নিতে হবে। অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ অ্যালোভেরা জেল, পেঁপে ও ভিটামিন সি–সমৃদ্ধ ময়েশ্চারাইজার রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করবে।

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping