শীতে পায়ের ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হ্রাস, শুষ্কতা কিংবা গোড়ালি ফাটার মত সমস্যা দেখা দিতে পারে। ধুলাবালুতে হাঁটাহাঁটি অথবা ভিটামিন ও মিনারেলের যথাযথ সামঞ্জস্যের অভাবে এই সমস্যাগুলো দেখা দেয়।
তাই পায়ের যত্নে বাইরে থেকে এসে হালকা গরম পানি দিয়ে পা ধুয়ে ফেলতে হবে। এতে করে মৃত কোষগুলো অপসারিত হবে।পরিষ্কার পায়ে অলিভ অয়েল, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন কিংবা গোলাপজল ব্যবহার করুন, যা নতুন কোষগুলোকে দেবে সজীবতা। এছাড়া ত্বকের শুষ্কতা দূর করতে রাতে ঘুমানোর আগে সুতির মোজা পরে নেয়া যেতে পারে।