শীতে খুশকির যন্ত্রণা ?

শীতকাল মানেই যেন খুশকি। শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায় বলে বেশী খুশকি তৈরি হয়। এ সময় শুষ্ক হয়ে পুরোনো ত্বক উঠে নতুন ত্বক তৈরি হয়। আবার নিয়মিত চুল ধোয়া না হলে খুশিকি থেকে ফাঙ্গাসও হতে পারে। এর ফলে সৌন্দর্যের পাশাপাশি নষ্ট হয় চুলের স্বাস্থ্যও।

আর তাই খুশকি নিয়ন্ত্রণে নানা ঘরোয়া পদ্ধতির পাশাপাশি নিয়মিত ভালো মানের অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। শ্যাম্পু শেষে যেহেতু চুল শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাই কন্ডিশনার বা সিরাম ব্যবহার করতে হবে। একইসাথে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।শীতকালীন ফলের রসও খেতে হবে এবং মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে।

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping