রোদে পোড়া দাগ !

এই তীব্র গরমে সূর্য দিনদিন আরও বেশি তেতে উঠতে শুরু করেছে। এসময় বাইরে বের হলে রোদের তীব্র অতিবেগুনি রশ্মির কারণে ত্বক পুড়ে যায়। এর যত্ন যদি সঠিক উপায়ে না করা হয়, তাহলে এগুলো আপনার ত্বকে স্থায়ীভাবে বসে যেতে পারে।

এই কারণে রোদে বাইরে বের হওয়ার  ১৫ মিনিট আগে সানব্লক বা সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করবেন। সাধারণত পাঁচ থেকে ছয় ঘণ্টা পর এ ধরনের  ক্রিমের কার্যকারিতা শেষ হয়ে যায়। তাই আবার মুখ ধুয়ে ভালো করে আবার সানস্ক্রিন লাগিয়ে নিন। বাইরে থেকে আসার পর ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর এক টুকরো বরফ টিস্যু দিয়ে পেঁচিয়ে ভালো করে মুছে নিন।

পুরো মুখে টমেটোর রস লাগিয়ে ২০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। অথবা এক টুকরো টমেটো নিয়ে কিছুক্ষণ ঘষে নিতে পারেন। এছাড়া, অ্যালোভেরার রস আর টমেটোর রস একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখার পর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping