আমাদের মুখের ত্বক শরীরের যে কোন জায়গার চেয়ে বেশী নাজুক। সঠিক পরিচর্চার অভাব আর সানক্রিন ব্যবহারে অনিহার কারণে রোদে পুড়ে তাই মুখে কালচে দাগ হয়ে যেতে পারে।
ত্বকের এই পোড়াভাব দূর করতে অ্যালোভেরা পেস্ট বেশ উপকারী। রাতে ঘুমের আগে টক দই, ডিমের সাদা অংশ ও চালের গুঁড়া প্যাক হিসেবে ত্বকে ব্যবহার করতে পারেন। প্যাক ব্যবহারের কিছুক্ষণ পর ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
যাদের ত্বক পাতলা, তাদের নিতে হবে বাড়তি যত্ন। সবসময় তীব্র রোদ এড়িয়ে চলবেন। আর রোদে বের হলে অবশ্যই ত্বক বুঝে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।