ভ্রমণে চুলের যত্ন

ভ্রমনের মাধ্যমে মানসিক প্রশান্তির পাশাপাশি দূর হতে পারে শারীরিক ক্লান্তিও। তবে এসময় ঘোরাঘুরির পাশাপাশি মনে রাখতে হবে চুলের যত্নের কথাও।

ভ্রমণে যাওয়ার আগে তেল দিয়ে চুলের ময়েশ্চার আটকে রাখতে হবে। সে ক্ষেত্রে জোজোবা অয়েল তেলসমৃদ্ধ সিরাম ভালো ফল দেবে। এছাড়া ভ্রমণে চুল ও স্ক্যাল্পকে ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে এসপিএফ ফর্মুলাসমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করতে হবে।

ভ্রমণ শেষে শ্যাম্পু ব্যবহার করা বাধ্যতামূলক।  অর্গানিক কোকোনাট–সমৃদ্ধ শ্যাম্পু চুলের জন্য ভালো। এটি চুলের উজ্জ্বলতা ও ময়েশ্চার বাড়াবে এবং জট কমিয়ে চুলকে মসৃণ করবে। চুলের শুষ্কতা কমাতে এলোভেরা জেল সমৃদ্ধ ডিপ কন্ডিশনার ব্যবহার করতে হবে।

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping