নানা ধরনের ছত্রাকের কারণে ত্বকে ছত্রাকের সংক্রমণ হতে পারে। আর্দ্রতা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে এই ছত্রাকের সৃষ্টি হয় এবং তা আরও ছড়িয়ে পড়ে। শরীরের ঊরু, কুচকি, মুখ, মাথার ত্বক ও নিতম্ব এলাকা ছত্রাক সংক্রামনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।
মূলত দাদ জাতীয় সংক্রমণ মানুষের মাধ্যমে ছড়ায়। এছাড়া ব্যবহৃত বিছানার ছাদর, তোয়ালে, চিরুনি, এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী অন্য কেউ ব্যবহার করলে ছত্রাকের আক্রমণ হতে পারে।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিজেকে শুষ্ক রাখা, বাতাস চলাচলা করে এমন পোশাক পরা, সঠিক জুতা ব্যবহার ছত্রাকের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখে। এছাড়াও কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে।