ত্বকের জন্য সবচেয়ে ক্ষতিকর উপাদান সূর্যের অতিবেগুনি বা ইউভি রশ্মি। এ থেকে সুরক্ষা পেতে সানস্ক্রিনের বেছে নিতে হবে ত্বকের ধরন ও অবস্থা বুঝে।
তৈলাক্ত ত্বকে জেল ও ম্যাটিফাইং সোয়েট-প্রুফ সানস্ক্রিন ব্যবহার করা উচিত। ক্রিম সানস্ক্রিন ব্যবহার করতে চাইলে অয়েল-ফ্রি ফর্মুলা বেছে নিতে হবে।ব্রণপ্রবণ ত্বকে অয়েল-ফ্রি ফর্মুলার, নন-কমেডোজেনিক মিনারেল সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সংবেদনশীল ত্বকের জন্যও মিনারেল অর্থাৎ জিংক অক্সাইড বা টাইটেনিয়াম ডাইঅক্সাইড–সমৃদ্ধ, সুগন্ধমুক্ত সানস্ক্রিন ব্যবহার উচিত।
শুষ্ক ত্বকে সেরামাইড, হায়ালুরোনিক এসিড, পেপটাইড যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এই উপাদানগুলো ত্বক আর্দ্র রাখে।