Enjoy 10% discount on online purchase! Plus, buy any 2 products & get FREE delivery

চুলের যত্নে সিরামের গুরুত্ব

চুলের যত্নে সঠিক শ্যাম্পু, কন্ডিশনার বেছে নেওয়ার পাশাপাশি হেয়ার সিরাম ব্যবহার করাও জরুরী। অনেকে মনে করেন সিরাম ও তেল একই জিনিস। আসলে এই দুটো পণ্যে পার্থক্য রয়েছে। হেয়ার সিরাম মূলত সিলিকন বেইজড এক ধরণের তরল বিউটি প্রোডাক্ট। এই লিকুইডে অ্যামিনো অ্যাসিড ও সিরামাইড যুক্ত করা হয়।


সূর্যের তাপ, হিট স্টাইলিং টুলস এবং চুলে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করার কারণে চুল শুষ্ক হয়ে যেতে পারে। চুলে কোটিংয়ের মতো লেগে থেকে শুষ্কতা দূর করে চুল নরম, মসৃণ ও জটমুক্ত রেখে উজ্জ্বলতা ফিরিয়ে আনার কাজটিই করে সিরাম। এ ছাড়া চুলের আগা ফাটা, রুক্ষ হয়ে যাওয়া, চুল ভাঙা এ সমস্যাগুলোও সিরাম দূর করে। সিরাম ব্যবহার করলে অল্প কিছুদিনের মধ্যেই পার্থক্য বোঝা যায়।

যেমন নিয়ম করে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করেন, তেমনই নিয়ম করে সিরাম ব্যবহার করতে হবে। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করার পর চুল শুকনো করে মুছে নিন। তারপর দু’ফোঁটা হেয়ার সিরাম হাতে নিয়ে বুলিয়ে নিন চুলে। এতে চুলের ফ্রিজিনেস দূর হবে এবং আপনি চুলের হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন।

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping