Enjoy 10% discount on online purchase! Plus, buy any 2 products & get FREE delivery

একনি বা ব্রণ প্রতিরোধে !

মুখে একনির সমস্যা আপনার সৌন্দর্যকে কমানোর পাশাপাশি আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি করতে পারে। সুনির্দিষ্ট কারণ নিশ্চিত না হলেও হজমের সমস্যা, অ্যালকোহল, বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে একনি বা ব্রণ হয় বলে বিশেষজ্ঞদের ধারণা ।

একনি প্রতিরোধে দিনে দু-তিনবার হালকা সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। বাইরে থেকে এসেই মুখ ধুয়ে ফেলুন। এ ছাড়া হালকা গরম পানির স্টিম নিতে পারেন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং আলাদা তোয়ালে ব্যবহার করুন। তেল ছাড়া ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করুন।

রাতে পর্যাপ্ত ঘুম দরকার। মানসিক চাপমুক্ত থাকতে হবে। প্রচুর পরিমাণে ফল, সবজি খান ও পানি পান করুন। কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে। প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে।

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping